কুইজ প্রতিযোগিতা প্রতিযোগিতার শর্তাবলী
(১)পুস্তকের সাথে একটি প্রশ্নপত্র রয়েছে, সেটি কলম দিয়ে পূরণ করে জমা দিতে হবে। ফটোকপি গ্রহণযোগ্য নয়।
(২) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের নাম গ্রামের মাওলানা সাহেবকে জানিয়ে দেওয়া হবে এবং পুরস্কার তাদের পর্যন্ত পৌঁছে দেওয়া হবে
(৩) পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাগণ এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
(৪) কোরয়া ( লটারির ) মাধ্যমেই বিজয়ী নির্ধারণ করা হবে এবং যেখান থেকে পুস্তক সংগ্রহ করেছেন উত্তরপত্রটিও তার কাছে জমা দিতে হবে।
কোরয়া (লটারির) মাধ্যমে পুরস্কার
১,২,৩ এবং সঠিক উত্তরদাতাদের মধ্যে 14 জনকে লটারির মাধ্যমে চমৎকার পুরস্কারে পুরস্কৃত করা হবে।
উত্তরপত্র দাখিলের শেষ তারিখ পবিত্র রমজান মাসের 28 তারিখ পর্যন্ত এবং পুরস্কার ঘোষণা করা হবে পবিত্র শাওয়াল মাসের 5 তারিখে।
পুস্তক প্রাপ্তির স্থান :
(১) মাওলানা জামশেদ আলী সাহেব, নারকেল বেড়িয়া, +91 81010 35551
(২) মাওলানা জয়নুল ইসলাম সাহেব, কেওটশা +91 97328 87687
(৩) মাওলানা তাফাজ্জুল সাহেব, ঘোনারবন +91 97343 44389
(৪) মাওলানা জিশান সাহেব, সরনিয়া +91 80164 43162
(৫) মাওলানা আসগার আলী সাহেব, আমরুলগাছা +91 73841 89782
(৬) মাওলানা আবু তালিব সাহেব, গোয়ালআটি +91 96350 13372
(৭) মাওলানা কায়েদ আব্বাস সাহেব সুন্দরিয়া +918768734032
তত্ত্বাবধায়ক : মাসুম আলী নাজাফী
বিঃদ্রঃ : মাওলানা সাহেবদের পরিবারের কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
ব্যবস্থাপনায় : সাদিক্ব পাবলিক স্কুল, মান্দ্রা, পশ্চিমবঙ্গ, ভারত।
আপনার কমেন্ট